শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এবং পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় ভাঙারির দোকান থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে আকাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আকাশ মাওনা বাজার এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আগে ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দিনের বেলায় ভাঙারি ব্যবসা করলেও রাতে সে ভয়ংকর অস্ত্র কারবারির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে আকাশকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল এবং সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আকাশ পেশায় ভাঙারি ব্যবসায়ী হলেও ভাঙারির আড়ালে অস্ত্র লুকিয়ে রাখত। তার দোকানের একটি ড্রামের নিচ থেকে লোডেড অবস্থায় বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অভিযান বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। ভোরে একটি প্রশিক্ষণে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওসি (অপারেশন) বিস্তারিত বলতে পারবেন।
আতাউর রহমান সোহেল/আইএইচ

