Logo

সারাদেশ

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৬

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধর ও বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার ডলফিন ব্যাকারির পাশে ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা ইয়াসমিন ওই এলাকার শওকত আলীর স্ত্রী এবং শাওন নামে এক যুবকের মা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন যুবক ডলফিন ব্যাকারির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য একটি কোর্ট তৈরি করেন। খেলা শুরুর আগে কোর্টের এক পাশের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান তারা। কোর্টের পাশেই শাওনের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে বৈদ্যুতিক তার ছেঁড়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সুজন ও শাওনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারধরে রূপ নেয়। এ সময় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন শাওনের মা সাবিনা ইয়াসমিন। ছেলেকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় অবস্থিত আলহেরা হাসপাতালে এবং পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাওন বলেন, আমাকে ব্যাডমিন্টন কোর্টের তার ছেঁড়ার দায়ে মিথ্যা অভিযোগ করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মারধর শুরু হলে মা আমাকে বাঁচাতে এলে তাদের আঘাতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বামী শওকত আলী বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। সুজনের উসকানিতে হামলা চালানো হয়। স্ত্রী ছেলেকে বাঁচাতে গেলে আঘাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত সুজনের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর রোগীকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সঞ্জয় সাহা বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই পক্ষের মারামারির সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তার শরীরে আঘাত লাগে এবং বুকে ব্যথা অনুভব করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতাউর রহমান সোহেল/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর