লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, শীতে কাঁপছে রোগীরা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৩:১০
ভোলা জেলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের ওয়ার্ডের জানালার কাঁচ ভাঙা থাকার কারণে কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন ভর্তি রোগীরা। নতুন নির্মিত ভবনের ওয়ার্ডে সবগুলো জানালার কাঁচ ভাঙা থাকায় শীতের কারেন রোগীরা আর অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালের বিছানায় শুয়েই ঠান্ডা সঙ্গে যুদ্ধ করে দিন-রাত পার করছেন।
লালমোহন ইউনিয়নের এক বৃদ্ধ রোগী জানান, ২দিন আগে ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার বেডের পাশে জানালায় কাচ ভাঙ্গা থাকায় ঠান্ডা ঢুকে চিকিৎসা নিতে এসে এখন আরও বিপাকে পড়েছেন। তিনি বলেন, ‘নিজের বাড়ির চেয়েও এখানে অবস্থা খারাপ। বাড়িতে থাকার সময় জানালা বন্ধ করে ছিলাম, কিন্তু হাসপাতালে যদি এমন অবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়?’
গত ৫ জানুয়ারি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনই করুণ চিত্র দেখা গেছে। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে পুরুষ ওয়ার্ডটি স্থানান্তরিত করা হয়েছে। ওই ওয়ার্ডে ৯টি কাঁচের জানালা প্রতিটিই ভাঙ্গা। সব জানালার কাঁচ ভাঙা থাকায় পুরো ওয়ার্ডে সারাক্ষণ কনকনে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এতে শীত আরও বেড়ে গিয়ে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ওয়ার্ডটি পুরুষদের জন্য নির্ধারিত থাকলেও রোগীর চাপের কারণে এখানে শিশুদেরও রাখা হয়। বর্তমানে সেখানে ভর্তি থাকা প্রতিটি রোগী ও তাদের স্বজনরা শীতে কাঁপছেন। গত কয়েক দিনের তীব্র শীতে এমনিতেই সবাই জবুথবু। উপায়ান্তর না পেয়ে রোগীদের স্বজনরা বিছানার চাদর ও পর্দা দিয়ে জানালাগুলো ঢেকে রাখার চেষ্টা করছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা জানান, ‘বাজেটের কারণে হাসপাতালের জানালাগুলো মেরামত করা যাচ্ছে না। বাজেট দেওয়া হয়েছে, বাজেট হলে এগুলো সংস্কার করা হবে।’
মো. সোয়েব মেজবাহউদ্দিন/এনএ

