আশুলিয়ায় ইজিবাইক ও ট্রাক সংঘর্ষে পোশাক শ্রমিকের মৃত্যু
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৩:২২
ঢাকার আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে গিয়ে তানজিলা বেগম (৩৫) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম। সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত তানজিলা বেগম (৩৫) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড সূত্রে জানা যায়, তিনি গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
আটককৃত ট্রাকচালকের নাম আবির হোসেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানান, সকালে তানজিলা বেগম নামের ওই নারী আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২৫০৩৩) ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক আবির হোসেনকে আটক করে। পরে তাকে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাক ও এর চালক আটক রয়েছে বলেও তিনি জানান।
হাসান ভূঁইয়া/এনএ

