অর্থ সংকটে ব্যাংককে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ অনিশ্চিত
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য জাদুকরি চশমা, ফেনীর তিন তরুণের নন্দিত আবিষ্কার
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৪:১৮
আফনান আহমেদ ভূঞা, মুহাইমিনুল আবেদীন ফারহান ও কাজী নাহিন। ফেনী সরকারি কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নকালে শুরু হয় উদ্ভাবনী প্রচেষ্টা। সেই চিন্তা সেই কাজ।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনমান সহজিকরণের আশার আলো দেখাতে ব্যতিক্রমী চশমা তৈরি করেছে এ তিনবন্ধু। তাদের তৈরি চশমা একটি এআই চালিত স্মার্ট অ্যাসিস্টিভ গ্লাস, যা তাৎক্ষণিক বাধা শনাক্ত, মানুষ ও বস্তু চিহ্নিত, বই, লেখা ও সাইনবোর্ড পড়ে শোনায়, মুদ্রা শনাক্ত করে মৌখিক নির্দেশ দেয়, বাংলাসহ একাধিক ভাষায় ভয়েস কমান্ডে পরিচালিত হয়।
২০২৫ সালের জুনে রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নিয়ে ব্যাপক সাড়া পায় টিম ভিশন এইড। সেই প্রতিযোগিতায় উদ্ভাবনের প্রয়োগযোগ্যতা, প্রযুক্তিগত ভিত্তি ও সামাজিক প্রভাবের সম্ভাবনা বিবেচনায় ৬ষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তীতে রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন এন্ড ইনোভেশনের আয়োজনে ৭০টি দলের অংশগ্রহণে আরেকটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান হয়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করে তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে ওয়ার্ল্ড ইয়ুথ স্ট্রিম ইনভেনশন এন্ড ইনোভেশন পাঁচদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে টিম ভিশন এইডের আফনান, ফারহান ও নাহিন অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন।
মুহাইমিনুল আবেদীন ফারহান জানান, ব্যাংককের এ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে অংশ নিতে প্রায় ৬ লাখ টাকা খরচ হবে। এর মধ্যে তারা ২ লাখ টাকা জোগাড় করতে পারলেও বাকী অর্থের জন্য অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে আর্থিক সহায়তা চেয়ে ফেনী জেলা প্রশাসন ও ফেনী সরকারি কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
আফনান আহমেদ ভূঞা জানান, আন্তর্জাতিক রাউন্ডে নির্বাচিত হওয়ায় প্রকল্প উন্নয়ন, ডিভাইস আপগ্রেড, ভিসা, ভ্রমণ ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি সংস্থা থেকে প্রয়োজনীয় অর্থের সংস্থান পেলে প্রযুক্তি উদ্ভাবনের এই সাফল্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবে।
এম. এমরান পাটোয়ারী/এমএন

