জয়পুরহাটে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৫:১০
জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা সেবা দেন।
শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীতের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন বলেন, ‘সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির সামাজিক দায়িত্বের অংশ। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হবে।’
মাহফুজ রহমান/এনএ

