বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৬:১৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার রিতা দত্ত, সাবেক কমিশনার প্রভাশনী সিনহা, সাধারণ সম্পাদক প্রতিমা গোস্বামী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আল ইব্রাহিম/এনএ

