কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:২৮
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. বজলুর রহমান (৬০) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা। চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছেলে জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে আইনি অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুর রউফ ভুঁইয়া

