Logo

সারাদেশ

মুছাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

মুছাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে ফিরে সমাবেশ শেষ করা হয়।

পরে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম ও সদস্য সচিব শামস মতিন প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না।’ তারা মুছাব্বির হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর তেজতুরি বাজার এলাকার স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তরা গুলি চালালে আজিজুর রহমান মুছাব্বির নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরের দিন তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর