মুছাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:১৮
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা মুছাব্বির হত্যার বিচার দাবি করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল প্রমুখ নেতা বক্তব্য রাখেন। এ সময় আদিতমারির আহ্বায়ক রনি ও অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অবিলম্বে মুছাব্বির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

