Logo

সারাদেশ

শীতার্তদের পাশে পরশুরাম প্রেসক্লাব, শতাধিক কম্বল বিতরণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

শীতার্তদের পাশে পরশুরাম প্রেসক্লাব, শতাধিক কম্বল বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরশুরাম প্রেসক্লাব। সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ক্লাব অফিসে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নূর। ক্লাব সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম।

অতিথিরা এ সময় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন। বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রেসক্লাব। এতে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষ উষ্ণতা পেয়েছে এবং তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।

অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি সবির আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, সহ-সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম, সদস্য ইয়াকুব নবীর রিয়াজ, এমএ করিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর