Logo

সারাদেশ

শ্রীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবদুল হান্নান সজল

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

শ্রীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবদুল হান্নান সজল

আবদুল হান্নান সজল। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হান্নান সজলকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (উচ্চ বিদ্যালয় ক্যাটাগরি) নির্বাচন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করে।

আবদুল হান্নান সজল ১৯৯৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩১ বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শ্রীপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার গুণগতমান উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

মাওনা হাজীপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব আবদুল হামিদ মাস্টারের সন্তান আবদুল হান্নান সজল। তার বাবাও ছিলেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবার পথ অনুসরণ করেই তিনি শিক্ষকতা পেশায় আসেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন : কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান রফিকুল ইসলাম (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ), কারিগরি পর্যায়ে একেএম মোখলেছুর রহমান (শ্রীপুর কারিগরি কলেজ), শ্রেষ্ঠ বিদ্যালয় আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (স্কুল) ইসমত আরা (শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কলেজ) হাবিবুর রহমান (আবদুল আওয়াল ডিগ্রি কলেজ) এবং মাদ্রাসা পর্যায়ে জালাল উদ্দীন (ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা)।

শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন হাজী ছোট কলিম স্কুলের জাকিয়া সুলতানা জুই, আবদুল আওয়াল ডিগ্রি কলেজের সিমথিয়া ও ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার ফুয়াদ আহমেদ মোমতাজী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘যোগ্যতা, কর্মদক্ষতা ও শিক্ষা উন্নয়নে অবদানের ভিত্তিতেই নির্বাচিতদের মনোনয়ন দেওয়া হয়েছে।’

আবদুল হান্নান সজল বলেন, ‘এ সম্মান প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের। তাদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা অভিনন্দন জানিয়েছেন।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর