Logo

সারাদেশ

খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন : আনিসুল হক

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৩২

খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন : আনিসুল হক

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদীদের জেল-জুলুম, মামলা-হামলা ও অত্যাচার সহ্য করেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার আদায়ের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার জানাজায় যত মানুষ অংশগ্রহণ করেছেন, তা ইতিহাসে বিরল।’

আনিসুল হক বলেন, ‘সাড়ে ৬ বছর তাকে হাজতে বাস করতে হয়েছে। সেখানে অসুস্থ অবস্থায় নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহর ডাকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেন বেগম খালেদা জিয়ার সকল গুনাহ ক্ষমা করে বেহেশত নসিব করেন।’

তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ মাহফিলে ১৫ জন কোরআনের হাফেজ কোরআন খতম করেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হাজারেরও বেশি স্থানীয় জনসাধারণ ও মুসল্লি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির শাহ, তাহিরপুর উপজেলা যুবদল সভাপতি এনামুল হক এনাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর