নাচোলে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬
ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান (মনি)-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দুয়া ঘাষুড়া কেন্দ্রীয় গোরস্থানে জানাজার নামাজ শেষে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। দাফনের পূর্বে নাচোল উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, মোশারফ হোসেন, হুমায়ুন কবির, আজাহার আলী ও এরফান আলী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের মৃত্যুতে স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধা সমাজে গভীর শোকের ছায়া নেমেছে।
এআরএস

