Logo

সারাদেশ

নিপীড়িত জনগণকে ছেড়ে যাননি খালেদা জিয়া : পুতুল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ২০:১৫

নিপীড়িত জনগণকে ছেড়ে যাননি খালেদা জিয়া : পুতুল

ছবি : বাংলাদেশের খবর

নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘আমরা দেখেছি, ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর ঢাকায় জানাজায় তিল ধারণের জায়গা ছিল না। আমরা দেখেছি, পুরো বিশ্ব কীভাবে তাকে সম্মানিত করেছে। দেশের মানুষের কাছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে তিনি বাংলাদেশের নেতা হিসেবে বিদায় নিয়েছেন। কোটি কোটি হাত আজ তার জন্য প্রার্থনা করছে, এটার প্রাপ্য তিনি। তিনি শত নিপীড়নের শিকার হয়েও দেশের জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত শোক কর্মসূচি পালনের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—প্রতিটি জায়গায়, আনাচে-কানাচে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে সকলে দোয়া প্রার্থনা করছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন। তিনি জানতেন, তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হবে। সেই মিথ্যা মামলায় বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত কারাভোগ করেছেন। তবুও তিনি বাংলাদেশের নিপীড়িত জনগণকে ছেড়ে যাননি। তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যে বাংলাদেশকে আমরা বলবো—সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ।’

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর