Logo

সারাদেশ

পটিয়া বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসচাপায় যুবক নিহত

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ২২:০১

পটিয়া বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসচাপায় যুবক নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইমন (২৪)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযাত্রী মো. নয়ন (২০)। নিহত ও আহত দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কঞ্চননগর এলাকার বাসিন্দা। আহত নয়ন ওই এলাকার মো. জসিমের ছেলে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার আরকান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনার পরপরই দায়ী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইমরান হোসেন মুন্না/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর