Logo

সারাদেশ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় ভ্যানচালক মঞ্জু বেপারীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যাত্রী নামিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু বেপারী। বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জু বেপারীর মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এস এম মিজান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর