Logo

সারাদেশ

জামালপুরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৪:০৫

জামালপুরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জামালপুরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জামালপুরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্টসমৃদ্ধ এ কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। এছাড়া কেন্দুয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রচারণা দেখতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোটাররা উপস্থিত হন। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়বে এবং সুষ্ঠু ভোটগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

মেহেদী হাসান/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর