ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিলের দাবি করে একটি আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপি হওয়ার তথ্য গোপনের অভিযোগ এনে শুক্রবার (৯ জানুয়ারি) এ আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল হক।
এর আগে গত ৪ জানুয়ারি ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই দিনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মো. আকবর হোসেন, এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল ইসলাম, তাসলিমা বেগম, মহিবুল্লাহ খোকন ও রহমত উল্লাহ। তাদের মনোনয়নপত্র হলফনামা ও ভোটার তালিকায় তথ্যগত ত্রুটির কারণে বাতিল হয়।
মনোনয়নপত্র বাতিলের বিস্তারিত হলো : ভোলা-১ (ভোলা সদর) আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-২ আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-৩ আসনে ৬টির মধ্যে ১টি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৭টির মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
এআরএস

