Logo

সারাদেশ

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০৩

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

ছবি : বাংলাদেশের খবর

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিলের দাবি করে একটি আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপি হওয়ার তথ্য গোপনের অভিযোগ এনে শুক্রবার (৯ জানুয়ারি) এ আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল হক।

এর আগে গত ৪ জানুয়ারি ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই দিনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মো. আকবর হোসেন, এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল ইসলাম, তাসলিমা বেগম, মহিবুল্লাহ খোকন ও রহমত উল্লাহ। তাদের মনোনয়নপত্র হলফনামা ও ভোটার তালিকায় তথ্যগত ত্রুটির কারণে বাতিল হয়।

মনোনয়নপত্র বাতিলের বিস্তারিত হলো : ভোলা-১ (ভোলা সদর) আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-২ আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-৩ আসনে ৬টির মধ্যে ১টি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৭টির মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর