ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:০৬
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ সদর উপজেলায় একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গরিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকাল আটটার দিকে নতুন ভবন তৈরির জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি দেখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন এবং নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ এসে বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করলে যৌথবাহিনীকে তথ্য দেওয়া হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মাটি খননের সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পায়। পুলিশের খবর পেয়ে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এগুলো অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল।
গ্রেনেড দুটি বর্তমানে সদর থানায় রাখা হয়েছে। যৌথবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো দ্রুত নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও গ্রেনেড উদ্ধারের পর পরিস্থিতি শান্ত রয়েছে বলেও উল্লেখ করেন ওসি সামসুল আরেফিন।
এআরএস

