Logo

সারাদেশ

পটুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর পুঁতে রাখা মরদেহ উদ্ধার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

পটুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর পুঁতে রাখা মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ খালের চরে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি ফেরদৌস মুন্সি (৩৮)। তিনি একই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় তিনি নিজ বাড়ি থেকে তার অসুস্থ বাবাকে দেখতে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রোববার সকালে স্থানীয়রা সাপুড়িয়া খালের চরে নতুন করে মাটি কাটার চিহ্ন দেখতে পান। সন্দেহবশত তারা মাটি সরাতেই ফেরদৌসের মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধারের সময় ফেরদৌসের গলায় লাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। তার পরনে ছিল একটি শর্টপ্যান্ট ও গেঞ্জি। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা ছিল।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর