Logo

সারাদেশ

চাঁদপুরে নির্বাচনী বিধির ভুল ব্যাখ্যার অভিযোগ জামায়াতের

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:২৬

চাঁদপুরে নির্বাচনী বিধির ভুল ব্যাখ্যার অভিযোগ জামায়াতের

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার শিক্ষককে জরিমানা করেছে উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউআরও)। এ ঘটনায় বিধির ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিআরও) মাধ্যমে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ডিআরও মো. নাজমুল ইসলাম সরকারের কাছে আবেদনটি জমা দেন তিনি। এসময় জামায়াত নেতা অ্যাডভোকেট মো. শাহজাহান খান ও অ্যাডভোকেট কাদের খানসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আবেদনে বলা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’-এর ২০(খ) বিধিতে উল্লেখ রয়েছে—কোনো দল বা প্রার্থী সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা অন্য কোনো সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীকে নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা যাবে না। কিন্তু এই বিধিমালায় সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি।

অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেন, ‘শাহরাস্তির যেসব শিক্ষককে জরিমানা করা হয়েছে, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখেছি। এই আইনের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। বিধির ভুল ব্যাখ্যা দিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইসির কাছে আবেদন করেছি।’

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এমন পদক্ষেপ জরুরি।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর