Logo

সারাদেশ

দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো হিতোষ ময় বড়ুয়া আবারও শ্রেষ্ঠ

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো হিতোষ ময় বড়ুয়া আবারও শ্রেষ্ঠ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বান্দরবান সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষ ময় বড়ুয়া। শিক্ষাক্ষেত্রে তার নিরলস অবদান, দক্ষ নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন হিতোষ ময় বড়ুয়া। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা বিশেষভাবে স্বীকৃত।

হিতোষ ময় বড়ুয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ গ্রামের সন্তান। তিনি এমএ ও বিএড ডিগ্রি অর্জন করেছেন। ২০১৭ ও ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন।

এদিকে, তার এই সম্মাননা পাওয়ায় স্থানীয় শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। এলাকাবাসী প্রত্যাশা করেন, তার নেতৃত্বে চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয় পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর