ফরিদগঞ্জে ‘বন্ধন-১২’র শিক্ষাবৃত্তি ও শিক্ষক সম্মাননা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
ছবি : বাংলাদেশের খবর
ফরিদগঞ্জের ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’ এবারও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে অসহায় মেধাবীদের বোর্ড, কেন্দ্র ও অন্যান্য ফি বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের সদস্যরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে মেধাবী কিন্তু অসহায় শিক্ষার্থীদের নির্বাচন করে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন-১২ এর সদস্য সচিব এ.জেড.এম শামসুদ্দিন ফারুক মিয়াজি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, তিতুমীর কলেজ ঢাকার সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান, ব্যবসায়ী সেলিম হোসেন গাজী ও সেলিম বৌদ্ধসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ‘বন্ধন-১২’ এর দুই সদস্য ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন ও পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মাসুদ ইউনুছকে ‘আইফা শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পদক-২০২৫’ অর্জনের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়।
এবার বিরামপুর শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, লড়াইরচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার মোট ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
নূরুল ইসলাম ফরহাদ/এআরএস

