পঞ্চগড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১১
পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ সরাতে গেলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ অন্তত ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, বিকেলে চার দফা দাবিতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে ‘বাংলাদেশপন্থী শিক্ষার্থীরা’। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে।
বিক্ষোভ চলাকালে বিকেল ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, সমন্বয়ক ফজলে রাব্বীর বক্তব্য চলাকালে সেনাসদস্যরা হঠাৎ লাঠিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে আহত হন ২৬ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে আমাদের অনেক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।
তবে সেনাবাহিনী জানিয়েছে, দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় জনদুর্ভোগ লাঘবে তারা কাজ করছিলেন। শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার সময় ধস্তাধস্তিতে এ আহতের ঘটনা ঘটে থাকতে পারে।
মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় আমরা জনদুর্ভোগ লাঘবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ধস্তাধস্তির সৃষ্টি করে। সরিয়ে দেওয়ার সময় হয়তো কারো ওপর লাঠির আঘাত লাগতে পারে।
এ ঘটনার পর পঞ্চগড় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এসকে দোয়েল/এমবি

