Logo

সারাদেশ

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৭

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটিমা সড়কের আইস ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান আজাদ মহেশপুর পৌরসভাধীন মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ মোটরসাইকেলযোগে নাটিমা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নাটিমা দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি আইস ফ্যাক্টরির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মহেশপুর ফায়ার সার্ভিস ও থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুর রশিদ জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আজাদ। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, তার ছেলে দুর্ঘটনার শিকার হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম বুরহান উদ্দীন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর