মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনও লাইফ সাপোর্টে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনান এখনও লাইফ সাপোর্টে রয়েছেন।
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনান এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। তার মাথায় গুলি রয়ে যাওয়ায় অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান আহত হয়। গুলিটি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে মস্তিষ্কে প্রবেশ করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, সোমবার ভোররাত পর্যন্ত শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। তবে ঝুঁকি থাকায় মস্তিষ্কে থাকা গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছে। শিশুটি এখনও লাইফ সাপোর্টে রয়েছে।
হুজাইফার স্বজনরা জানান, সীমান্তের ওপারে চলমান সংঘর্ষের কারণে শনিবার রাত থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি ঘরের বাইরে খেলতে বের হলে হঠাৎ আবার গোলাগুলি শুরু হয়। এ সময় একটি গুলি এসে তাকে আঘাত করে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সানাউল্লাহ/এমবি

