Logo

সারাদেশ

মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

সোমবার সকালে মাইন বিস্ফোরণে আহত মো. হানিফকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা। ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। তিনি হোয়াইক্যং লম্বা বিল এলাকার ফজল করিমের পুত্র।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফের পা বিচ্ছিন্ন হয়। তিনি স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, ‘নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি।’

স্থানীয়রা সতর্ক করেছে, নাফ নদী ও আশপাশের এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর