মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, মালিক আটক
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকায় ভেজাল গুড় উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। চিনি ও ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে নকল গুড় তৈরির অভিযোগে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের একজন সাদেকুল বারী ও অপরজন রওশনারা বেগম।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ‘নকল গুড় তৈরির মহোৎসব’ শিরোনামে এক সংবাদ প্রকাশের পরই প্রশাসন সেখানে অভিযান চালায়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান, স্যানিটারি অফিসার আব্দুল আউয়াল ও মিঠাপুকুর থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে কারখানার মালিক সাদেকুল বারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর কারখানার মালিক রওশনারা বেগমকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিনি, রং ও রাসায়নিক দ্রব্য জব্দ করে পরে তা বিনষ্ট করা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। তাদের মতে, শুকুরের হাট ও ফুলচৌকি খামারপাড়া এলাকায় এখনও বেশ কয়েকটি বড় কারখানা সচল রয়েছে। এলাকাবাসী ও সুশীল সমাজ নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রাখিবুল হাসান রাখিব/এআরএস

