Logo

সারাদেশ

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিং অবসান, নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ঘোষণা

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিং অবসান, নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) জাতীয় সংসদ আসনের নির্বাচন সামনে রেখে বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভক্তি দূর হয়েছে। দলীয় নেতৃত্ব সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শাহরাস্তির ফেরুয়ায় জেলা বিএনপির সহ সভাপতি আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ও পূর্বে বিভক্ত থাকা নেতাকর্মীরা উপস্থিত হয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীরা পরস্পরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।

শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল দলীয় প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম টিটু, মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার ও কাজী জাহাঙ্গীর আলমসহ অনেকে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএনপির এই ঐক্য সমঝোতা অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান উপস্থিত ছিলেন। গ্রুপিং নিরসনের সংবাদ পাওয়ার পরপরই সভাস্থলে শত শত নেতাকর্মী সমবেত হন।

আবু মুসা/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর