কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৫২
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত বিজয়পুর বারপাড়া এলাকার ‘মেসার্স আব্দুল আজিজ ব্রিকস’ নামের একটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ভাটার কিলন ভেঙে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া সুয়াগঞ্জ বাজার এলাকার ‘মেসার্স চৌধুরী ব্রিকস’-কে ৩ লাখ টাকা এবং সুবর্ণপুর সুয়াগাজী এলাকার ‘মেসার্স কামাল কনস্ট্রাকশন ব্রিকস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় ইটভাটার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. সফিকুল ইসলাম ও পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর দক্ষিণ থানার পুলিশ।
এআরএস

