Logo

সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৫২

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত বিজয়পুর বারপাড়া এলাকার ‘মেসার্স আব্দুল আজিজ ব্রিকস’ নামের একটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ভাটার কিলন ভেঙে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া সুয়াগঞ্জ বাজার এলাকার ‘মেসার্স চৌধুরী ব্রিকস’-কে ৩ লাখ টাকা এবং সুবর্ণপুর সুয়াগাজী এলাকার ‘মেসার্স কামাল কনস্ট্রাকশন ব্রিকস’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় ইটভাটার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. সফিকুল ইসলাম ও পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর দক্ষিণ থানার পুলিশ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর