Logo

সারাদেশ

শিবচরে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

শিবচরে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে ৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে টাস্কফোর্স। আটককৃত ব্যক্তি আকাশ পাল (৩৫) উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের সমীর পালের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সময় টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।

খলিল মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর