Logo

সারাদেশ

নওগাঁ জেল সুপারের মানবিক উদ্যোগে ৩০ বছর পর কারামুক্ত বৃদ্ধা রাহেলা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৮:১৭

নওগাঁ জেল সুপারের মানবিক উদ্যোগে ৩০ বছর পর কারামুক্ত বৃদ্ধা রাহেলা

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন ৬৫ বছর বয়সী রাহেলা বেগম। সশ্রম কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও আদালতের জরিমানা পরিশোধ করতে না পারায় তার মুক্তি আটকে ছিল।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায়ের ব্যক্তিগত উদ্যোগে জরিমানার অর্থ পরিশোধ করা হয়। এর পর রাহেলাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

রাহেলা বেগম নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা ও মোকসেদ আলীর স্ত্রী। কারাদণ্ড শেষ হলেও আদালত কর্তৃক আরোপিত পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে আরও এক বছর এক মাস কারাগারে থাকতে হচ্ছিল।

এমন অবস্থায় জেল সুপার রত্না রায় রাহেলার দারিদ্র্য ও বয়সের বিষয়টি বিবেচনা করে মানবিকতা দেখান। তিনি নিজ উদ্যোগে জরিমানার অর্থ পরিশোধের ব্যবস্থা করেন। এতে করে রাহেলা বেগমের তিন দশকের বন্দিজীবনের অবসান হয়।

কারাগার থেকে বেরিয়ে আবেগে ভেঙে পড়েন রাহেলা বেগম। তিনি বলেন, ‘জীবনের ৩০ বছর চার দেয়ালের ভেতরে কেটেছে। টাকা না থাকায় বের হতে পারছিলাম না। জেল সুপারের দয়ায় শেষ জীবনে পরিবারের মুখ দেখতে পেলাম।’

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, ‘রাহেলা বেগমের বয়স ও আর্থিক অস্বচ্ছলতা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিই। অসহায় বন্দিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য তৃপ্তির।’

কারাগার কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

আব্দুর রাজ্জাক/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর