রূপগঞ্জে বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২০:২৯
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চট্টগ্রাম–গাজীপুর বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-গাজীপুর বাইপাস সড়কের পলখান এলাকায় সড়কের ডান পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি রূপগঞ্জ থানায় নিয়ে যায়।
রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, নিহত ব্যক্তি অজ্ঞাতনামা। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের অবস্থা দেখে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন বি আকাশ/এআরএস

