আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫
ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরকুট রেখে রোকসানা (৩০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের টানাপোড়েনজনিত মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকসানা ওই গ্রামের মৃত নওশের মোল্যার মেয়ে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে একটি চিরকুটে রোকসানা উল্লেখ করেছেন; তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। তিনি দীর্ঘদিনের শারীরিক ও মানসিক কষ্টের কথা লিখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকসানার একাধিক বিয়ে হয়েছিল, তবে কোনো সংসারই স্থায়ী হয়নি। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার ১২ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। জীবন ও সম্পর্কের নানা জটিলতায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্বজনরা জানান।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশে পাওয়া চিরকুটে তিনি নিজের অসুস্থতা ও মানসিক কষ্টের কথা উল্লেখ করেছেন। যেহেতু কাউকে দায়ী করা হয়নি এবং পরিবারের পক্ষ থেকেও অভিযোগ নেই, তাই পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিয়া রাকিবুল/আইএইচ

