Logo

সারাদেশ

নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই : আবুল কালাম আজাদ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১২

নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই : আবুল কালাম আজাদ

জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক দুই বারের এমপি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে ‘মির্জাপুর সাংবাদিক সংস্থা’ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আমরা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করছি।

আবুল কালাম আরও বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে ভোটের যে আমেজ তা পূর্ণতা পেতে শুরু করবে। ভোটের সরকার যদি আল্লাহ আমাদের নির্বাচিত করেন, তাহলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নির্বাচনকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সভায় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন সভাপতিত্ব করেন এবং দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম সঞ্চালনা করেন। এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ধসঢ়; আলম, সাংগঠনিক সম্পাদক ডি.এম. শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আলী আজম সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, যুবদল নেতা ও হালিম আধুনিক হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. আল-আমিন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সংস্থার সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, সদস্য বছির আহম্মেদ, সাইফুল ইসলাম, মো. নাজিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাব্বি ইসলাম/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর