Logo

সারাদেশ

কক্সবাজারে ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০০

কক্সবাজারে ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদীতে চলাচলরত একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বোটটির ভেতর থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মাদক পাচার রোধে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর