Logo

সারাদেশ

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২০

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড়, তরপুরচন্ডি স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রীদের মধ্যে একজন মো. মমিন (১৯), অপরের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, শাহজালালসহ যাত্রীরা অটোরিকশায় চাঁদপুর শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় তিনি মারা যান। অপর দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আইনি ব্যবস্থা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর হাসপাতালের চিকিৎসক রানা সাহা বলেন, শাহজালালের মৃত্যু ইন্ট্রানাল ইনজুরির কারণে ঘটেছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর