Logo

সারাদেশ

পঞ্চগড়ে টানা ৯ দিন শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯

পঞ্চগড়ে টানা ৯ দিন শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রি

ছবি : বাংলাদেশের খবর

হিমালয়কন্যা পঞ্চগড়ে জেঁকে বসা শীতের দাপট কমছেই না। জেলায় টানা ৯ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে এই জেলার তেঁতুলিয়ায়। কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। গত শুক্রবার এই মৌসুমের সর্বনিম্ন ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে দিনের বেলায় ঝলমলে সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে হাড়কাঁপানো শীত শুরু হয়। সন্ধ্যার পর শহরের ব্যস্ততম এলাকা গুলো জনশূন্য হয়ে পড়ছে। রাতে বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা পড়ছে, যা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগকে চরমে নিয়ে গেছে। পাথর শ্রমিক, চা শ্রমিক ও দিনমজুররা তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘জেলায় আজ সকাল ৯টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি। সেই দিন থেকেই টানা শৈত্যপ্রবাহের কবলে রয়েছে পঞ্চগড়। কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।’

এসকে দোয়েল/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শৈত্যপ্রবাহ আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর