Logo

সারাদেশ

নিশ্চিন্তপুরে শীতার্তদের মাঝে ভূঁইয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

নিশ্চিন্তপুরে শীতার্তদের মাঝে ভূঁইয়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শীতের কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবনে মানবিকতার উষ্ণ ছোঁয়া নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ভূঁইয়া ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিরাজগঞ্জের কাজীপুর থানাধীন নিশ্চিন্তপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও মেহনতি শীতার্ত মানুষের মধ্যে প্রায় ৩০০টি কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কম্বল বিতরণ করেন আমেরিকা প্রবাসী সমাজসেবক এবং বিসমিল্লাহ লাইভ হালাল পোল্ট্রি ও মিট মার্কেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুস সালাম ভূঁইয়া ও বিদিতা রহমান ভূঁইয়ার পক্ষ থেকে তাঁদের ভাগিনা জাহিদুল হক জুয়েল। কম্বল গ্রহণের সময় শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, শীতের রাতে অনিশ্চয়তায় দিন কাটানো দরিদ্র মানুষের কাছে এই কম্বল শুধু শীত নিবারণের উপকরণ নয়; এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আশ্বাসের প্রতীক।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নুরুল আমিন জিন্টু, সোলায়মান হক, মিল্টন ভূঁইয়া, আরিফুল হক বাবু ও লায়লা হকসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূঁইয়া ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশন প্রমাণ করেছে; মানবতা এখনও জীবন্ত, ভালোবাসা এখনও মানুষকে মানুষে বেঁধে রাখে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর