Logo

সারাদেশ

সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি, নির্বাচনকে সামনে রেখে সতর্ক বিজিবি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি, নির্বাচনকে সামনে রেখে সতর্ক বিজিবি

ছবি : বাংলাদেশের খবর

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে পূর্ব-সারডুবী নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের অধীনে এই বিওপিটি স্থাপন করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান, পিবিজি, এমএসসি, বিএসপি, পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুসাহিদ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, ‘বিজিবি সদস্যরা দিনরাত সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো বিষয়ে সতর্ক অবস্থায় থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করি।’

মূল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথি ফলজ বৃক্ষ রোপণ করেন। সবশেষে তিনি নতুন বিওপিটি পরিদর্শন করেন।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর