লামায় দুই ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২০:২৫
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের লামায় পরিবেশ দূষণ ও অবৈধ পাহাড় কাটার অভিযোগে দুটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়।
লামার আজিজনগর ইউনিয়নের গজালিয়া এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কাটা ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে টিএমবি ব্রিক ফিল্ডের মালিক করিমুল মোস্তফা স্বপনকে দুই লাখ টাকা এবং এসবিএম ব্রিক ফিল্ডের মালিক আজম খানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ‘প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় মালিকদের জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এআরএস

