পটিয়ায় ট্রাক-কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাক ও কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাক ও কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে পৌঁছে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাক ভাটিখাইন পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্টভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুই গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়ির চালকদ্বয় ভেতরে আটকে পড়ে গুরুতর আহত হন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই মো. মোশাররফ হোসেন জানান, সংঘর্ষে ট্রাক ও কাভার্টভ্যানের চালকের হাত-পা ভেঙে যায়। তারা গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলমান রয়েছে।
ইমরান হোসেন মুন্না/এমবি

