সাভারে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম শাওন, সাভার (ঢাকা)
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৮
“গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”– এই স্লোগানকে সামনে রেখে সাভারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও দেশের প্রথম সাংবিধানিক গণভোট উপলক্ষে বুধবার সাভার উপজেলা পরিষদ মাঠে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজি মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তিনি উপস্থিত সবাইকে গণভোটের নিয়মাবলি ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।’
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম -এর সভাপতিত্বে উপস্থিত অনুষ্ঠানে ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম, সাভার প্রেসক্লাবে সভাপতি মো, নাজমুল হুদা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, সাভার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
সভায় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি পৃথক ব্যালটে 'জুলাই সনদ' ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আইএইচ/

