Logo

সারাদেশ

মোবাইল চুরির অভিযোগ

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২১:১৫

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী ইসলামকে (৩২) এলাকাবাসী আটক করে গণপিটুনি দিলে তিনিও নিহত হন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম কেরাবো এলাকার মুদি মনোহরি ব্যবসায়ী বাবুল দেওয়ানের স্ত্রী। আর গণপিটুনিতে নিহত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ করছিলেন। ওই ভবনের টাইলসের কাজের দায়িত্ব পান মেহেদী ইসলাম। কাজের সুবাদে তার আমেনা বেগমের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

শুক্রবার বিকেলে আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নেওয়ার সময় মেহেদী ইসলামকে হাতে-নাতে ধরে ফেলেন তিনি। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মেহেদী ইসলাম ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আমেনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেহেদী ইসলামকে আটক করে। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আমেনা বেগমকে স্থানীয় জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন বি আকাশ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত ছুরিকাঘাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর