সাংবাদিক জাহিদ রিপনের স্মরণে কলাপাড়ায় শোকসভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫
ছবি : বাংলাদেশের খবর
সাংবাদিক জাহিদ রিপনের আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৮টায় ফোরামের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহসীন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শরিফুল হক শাহিন, ফোরামের সহ-সভাপতি গৌতম হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল, কার্যনির্বাহী সদস্য জসিম পারভেজ ও ইমরান ফরাজী। এছাড়াও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ এবং জাহিদ রিপনের ছোট ভাই আরিফ সুমন (আমার দেশ পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি) বক্তব্য দেন।
বক্তারা জাহিদ রিপনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নীতিবান ও আপসহীন সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-অবিচারের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন। তার বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে কলাপাড়ার সাংবাদিকতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি সর্বদা সাধারণ ও অসহায় মানুষের পক্ষে কথা বলতেন।
বক্তারা তার অকাল প্রয়াণকে শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো উপকূলীয় অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে কলাপাড়া নতুন বাজার জামে মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মিরাজুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।
জাকারিয়া জাহিদ/এআরএস

