শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:০৩
ছবি : বাংলাদেশের খবর
সারের ডিলারশিপ বাতিল ও সার সিন্ডিকেটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তার মোড়ে ‘শৈলকুপাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করে স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এ সময় পাঁচ দফা দাবি পেশ করে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড তুলে ধরা হয়।
‘শৈলকুপাবাসী’র আহ্বায়ক ও কৃষক সংগঠক অ্যাডভোকেট লাবাবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু ও সেলিম রেজা ঠান্ডু প্রমুখ। এছাড়া রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘প্রতিবছর পেঁয়াজসহ বিভিন্ন ফসলের মৌসুমে সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করে সিন্ডিকেট গোষ্ঠী। এতে সাধারণ কৃষক চরম বঞ্চনার শিকার হয়।’ তারা প্রকৃত কৃষকের ডাটাবেজ তৈরি, সারের সুষ্ঠু বন্টন, সরকারি দামে সরাসরি কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও প্রান্তিক কৃষকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
কৃষক নেতারা সরকারের কাছে দাবি জানান, সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এম বুরহান উদ্দীন/এআর এস

