Logo

সারাদেশ

মাহফিলে কোকোর নাম বিকৃতি, আমির হামজার দুঃখ প্রকাশ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬

মাহফিলে কোকোর নাম বিকৃতি, আমির হামজার দুঃখ প্রকাশ

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে গেছে। বক্তৃতায় আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে প্রাণীর সঙ্গে তুলনা করেছেন।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে বক্তৃতাটি ২০২৩ সালের দাবি করে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।

এদিকে, প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে এমন অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ নেটিজেনরাও সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিও ফুটেজে আমির হামজা দর্শকদের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি, কোকো। ও-কার বাদ দিয়ে যদি শুধুমাত্র উ-কার দিয়ে দেন… এই কুকু, ওর দাদি যদি ডাক দেন। যার দাত নেই, কী বলে ডাকবেন? বলবেন কুকুর পানি নিয়ে আই।’

শুক্রবার (১৬ জানুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসন্মুখে ক্ষমা না চাইলে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

রাতেই লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণির সঙ্গে তুলনা করেছেন। এরূপ অশালীন ও কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। তার বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্তমূলক। যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল।’

এদিকে, দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় আমির হামজা বলেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে গিয়ে উদাহরণটি দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।’ 

বক্তৃতাটি কেটে-ছেঁড়ে ছড়ানো হয়েছে, দাবি করে আমির হামজা বলেন, ‘পুরানো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি।’

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশের পর নেটিজেনদের কমেন্টে নেতিবাচক মন্তব্য দেখা গেছে। ‘ভয়েস অফ কুষ্টিয়া’ নামে একটি আইডি লিখেছে, ‘সারা জীবন তুমি ভুল করো আর ক্ষমা চাও! জীবনে মানুষ তওবা কয়বার করে?’

জানতে চাইলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আকরামুজজামান আরিফ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর