কালীগঞ্জে হোটেলে তুচ্ছ বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, নারীসহ গ্রেপ্তার ৩
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭
লিটন ঘোষ ওরফে কালী (৬০)
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় একটি হোটেলের ভেতরে তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা প্রাণঘাতী রূপ নিয়েছে। মারধরের ঘটনায় লিটন ঘোষ ওরফে কালী (৬০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বালীগাঁও এলাকার বৈশাখী হোটেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
নিহত লিটন ঘোষ কালী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত নির্মল ঘোষের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- একে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের স্বপন মিয়া (৫৫), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৪৪) ও ছেলে মাসুম মিয়া (২৮)।
ওসি জানান, হোটেলে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লিটন ঘোষ কালীর ওপর কিল-ঘুষি ও ধারাল নির্মাণ সরঞ্জাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
হোটেলটির কর্মচারী সম্রাট জানান, দুপুরে মাসুম মিয়া হোটেলে এসে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে মালিক লিটন ঘোষ কালী এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
রফিক সরকার/এইচকে

