চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো।’
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তি বলা হয়েছে।
এমবি

